পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিতে যে নিয়মে ভর্তি পরীক্ষা হবে
বাংলাদেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের অভিন্ন এমসিকিউ প্রশ্নপত্রে। পরীক্ষায় থাকবে না পাস-ফেল, শূন্য থেকে ১০০ নম্বরপ্রাপ্তদের তালিকা দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব চাহিদা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষাবিষয়ক কার্যক্রমের যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছেন।শনিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে উপাচার্যদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে তিনি জানান।