 
                    
                    স্বামীর নামে মামলা করায় গৃহবধূর চুল কাটলো দেবররা
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক মামলা করায় গুলশানা নামে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা।শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে। 
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে গুলশানা বেগমের সঙ্গে ৪ বছর আগে পাশ্ববর্তী সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে যৌতুকের দাবিতে গুলশানা বেগমকে নির্যাতন করে স্বামী মাসুক মিয়া। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন গুলশানা। 
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                