লন্ডনের যাত্রীদের মধ্যে বাস এবং পাতাল ট্রেন ব্যবহার কমেছে। হুট করে বেড়েছে ই-স্কুটারের ব্যবহার। কোভিড-১৯ বাস্তবতায় বিদ্যুতচালিত এ পরিবহন বেছে নিয়েছেন বহু যাত্রী। এক একটি ই-স্কুটারের দাম পড়ে চারশ’ ডলারের মতো। এ বাহনগুলোর গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। লন্ডনের রাস্তায় ও সাইকেল লেনে এখন হরহামেশাই চোখে পড়ছে ই-স্কুটার।
রয়টার্স উল্লেখ করেছে, যুক্তরাজ্যের বিধি অনুসারে, ই-স্কুটার পরীক্ষামূলকভাবে চালানো বা ভাড়া নিয়ে চালানো ছাড়া সড়কে এটি নামানো নিষেধ।
ই-স্কুটার প্রসঙ্গে ‘সিটি অফ লন্ডনের’ কর্মী এরিকা ক্লোস বলছেন, করোনাভাইরাস সংক্রমণ ভীতি এবং পরিবেশবান্ধব হতে চাওয়ার ইচ্ছা তাকে ই-স্কুটার বেছে নিতে সাহায্য করেছে।
“এখন সবকিছু বিদ্যুতচালিত হয়ে উঠছে, সবার মতো একই দলভুক্ত হই-না-কেন এবং পরিবেশবান্ধবও হই সে সঙ্গে।” – বলেছেন এরিকা।
তিনি আরও বলেছেন, “সকালে কাজে যাওয়ার সময় টিউবে (লন্ডনের পাতাল রেল) অনেক ভীড় হয় এবং যতোদিন না আমি স্বস্তি অনুভব করছি, ওই অবস্থা থেকে দূরে থাকতে চাই।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.