আইনী সমর্থন নেই তবুও লন্ডনে বাড়ছে ই-স্কুটার
লন্ডনের যাত্রীদের মধ্যে বাস এবং পাতাল ট্রেন ব্যবহার কমেছে। হুট করে বেড়েছে ই-স্কুটারের ব্যবহার। কোভিড-১৯ বাস্তবতায় বিদ্যুতচালিত এ পরিবহন বেছে নিয়েছেন বহু যাত্রী। এক একটি ই-স্কুটারের দাম পড়ে চারশ’ ডলারের মতো। এ বাহনগুলোর গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। লন্ডনের রাস্তায় ও সাইকেল লেনে এখন হরহামেশাই চোখে পড়ছে ই-স্কুটার।
রয়টার্স উল্লেখ করেছে, যুক্তরাজ্যের বিধি অনুসারে, ই-স্কুটার পরীক্ষামূলকভাবে চালানো বা ভাড়া নিয়ে চালানো ছাড়া সড়কে এটি নামানো নিষেধ।
ই-স্কুটার প্রসঙ্গে ‘সিটি অফ লন্ডনের’ কর্মী এরিকা ক্লোস বলছেন, করোনাভাইরাস সংক্রমণ ভীতি এবং পরিবেশবান্ধব হতে চাওয়ার ইচ্ছা তাকে ই-স্কুটার বেছে নিতে সাহায্য করেছে।
“এখন সবকিছু বিদ্যুতচালিত হয়ে উঠছে, সবার মতো একই দলভুক্ত হই-না-কেন এবং পরিবেশবান্ধবও হই সে সঙ্গে।” – বলেছেন এরিকা।
তিনি আরও বলেছেন, “সকালে কাজে যাওয়ার সময় টিউবে (লন্ডনের পাতাল রেল) অনেক ভীড় হয় এবং যতোদিন না আমি স্বস্তি অনুভব করছি, ওই অবস্থা থেকে দূরে থাকতে চাই।”