সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সেনাবাহিনীর বিরুদ্ধে জিতলেন রাখাইনের এক নারী

বাংলা ট্রিবিউন মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:২৯

সেনা সদস্যদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর দৃঢ়চেতা নারী থেইন উ (ছদ্মনাম) মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে বিরল এক জয় পেয়েছেন তিনি। শনিবার এক সেনা আদালতের রায়ে তিন ধর্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। ৩৬ বছর বয়সী থেইন উ মনে করেন তার এই বিজয় সেনা বাহিনীর ধর্ষণের শিকার হওয়া অন্য নারীদের কথা বলার এবং সেনা সদস্যদের দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সংঘাত কবলিত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়ন ও অন্যান্য সহিংসতা চালানো অভিযোগ রয়েছে। তবে দেশটির ক্ষমতাধর এই বাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। চার সন্তানের মা রাখাইনের ওই নারীও প্রথম যখন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও