![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F9afa448d-5308-44c5-bd65-21e91a114bec%252FRajbari_DH0544_20201218_Goalundo_18_12_2020_Photo_09.jpg%3Frect%3D0%252C151%252C4032%252C2117%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বিগহেড
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে মাছটি আলাল হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য স্থানীয় মাছবাজারে নেওয়ামাত্রই এত বড় বিগহেড মাছ দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
দৌলতদিয়া ঘাট এলাকার প্রত্যক্ষদর্শী ও মৎস্য ব্যবসায়ীরা জানান, সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলে আলাল হালদার ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন দৌলতদিয়া বিকল্প সড়কের পাশে মাছবাজারে নিয়ে আসেন। মাছটি স্থানীয় বাবু সরদারের আড়তে বিক্রির জন্য আনলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।