বিদেশ ভ্রমণে করোনা পরীক্ষার ফি ধার্য করল কানাডা
বিদেশ ভ্রমণকারীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার নতুন নিয়ম করেছে কানাডা। দেশটির অন্টারিও প্রদেশে বিদেশ ভ্রমণকারীরা বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন না। তবে প্রদেশের বাসিন্দাদের প্রয়োজনীয় করোনা পরীক্ষা সরকারি অর্থায়নেই করা হবে। এক্ষেত্রে নাগরিকদের কোনো ফি দিতে হবে না।
এ প্রসঙ্গে অন্টারিওর ডেপুটি প্রিমিয়ার এবং স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিনা ইলিয়ট বলেন, কোভিড পরিস্থিতির পরিবর্তন ঘটায় বিদেশ ভ্রমণকারীরা এখন থেকে আর বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ পাবে না। তবে এর বাইরে অন্টারিও'র বাসিন্দারা আগের মতোই বিনামূল্যে কোভিট টেস্ট করাতে পারবেন।