কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় স্বার্থে ‘সকলের জন্য স্বাস্থ্য’ মডেল তৈরির আহ্বান

কালের কণ্ঠ পল্টন থানা প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৭

বাম গণতান্ত্রিক জোট আয়োজিত কনভেনশনে বিশেষজ্ঞরা জাতীয় স্বার্থে ‘সকলের জন্য স্বাস্থ্য’ মডেল তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত কনভেশনে তারা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য প্রশাসন পুনর্বিন্যাস করার দাবি জানান।

‘করোনা অতিমারি: সর্বজনের স্বাস্থ্য’ বিষয়ক কনভেনশনে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন। কনভেনশনে বক্তৃতা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. রশীদ ই মাহাবুব, অধ্যাপক ডা. আবু সাঈদ, অধ্যাপক হারুন-আর রশীদ, অধ্যাপক ডা. শাকিল আখতার, ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ডা. লিয়াকত আলী, ডা. মুশতাক হোসেন, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. লেলিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ডা. রফিকুল হাসান জিন্নাহ, ডা. মনীষা চক্রবর্তী, অনুজীব বিজ্ঞানী ডা. রুবায়েৎ হাসান তানভীর, অভিনু কিবরিয়া ইসলাম, অধ্যাপক ডা. রওশন আরা, অধ্যাপক ডা. ফজলুর রহমান, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাসদ-এর বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, ইউসিএলবি’র নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র হাবিব বসুনিয়া প্রমূখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও