অমিত-সফরের আগে মমতাকে চিঠি দিয়ে দলও ছাড়লেন শুভেন্দু

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩১

অমিত শাহের বঙ্গসফরের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। যা থেকে স্পষ্টতর হচ্ছে অমিতের সফরেই তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা। যা খানিকটা ঠারেঠোরে হলেও মেনে নিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

বুধবার বিকালে শুভেন্দু বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই দেখা গেল, তিনি তৃণমূলও ছেড়ে দিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে শুভেন্দু তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন। তৃণমূলের লেটারডেহে লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তাঁকে যেন অবিলম্বে ওই সব দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশিই তিনি জানিয়েছেন, তাঁকে দল যে সময় দিয়েছে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে দিয়েছে, তার জন্য তিনি দলকে ধন্যবাদ জানাচ্ছেন। দলে তিনি যে সময় কাটিয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও