তুরস্ক-ইসরায়েল আবার কাছাকাছি আসার নেপথ্যে
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম-প্রধান দেশ তুরস্ক। দেশ দুটির ৬০ বছরের সুসম্পর্কে তিক্ততা শুরু হয় বছর দশেক আগে। ফিলিস্তিন ইস্যুতে সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে আসে যে আড়াই বছরের বেশি হলো তুরস্কের কোনো রাষ্ট্রদূত নেই তেল আবিবে।
আঙ্কারা আবার তেল আবিবে রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে কট্টর অবস্থান নেওয়া তুরস্ক কেন আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে?
এখনো পর্যন্ত তুরস্ক সরকার কোন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গত সপ্তাহে ‘ঘনিষ্ঠ সূত্রের’ বরাত দিয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছিল, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে গবেষক উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে তেল আবিবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।’