You have reached your daily news limit

Please log in to continue


তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য

তুষারঝড়ের কবলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। রাস্তায় জমে গেছে বরফের স্তুপ, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। আরও তুষারঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে ৫ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ। এসময়টা সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে সবাই। তবে তুষার ঝড়ের কারণে তীব্র ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন। পূর্বাভাস বলছে, পূর্ব পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন