![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Dec/17/1608188115130.jpg&width=600&height=315&top=271)
নো-ফটো
সাইফ আলী খান ও কারিনা কাপুর পুত্র তৈমুর আলি খানকে ছোটখাটো ‘মহাতারকা’ বলাই যায়। মিডিয়া এই পিচ্চির প্রতি যে পরিমাণ মনোযোগ দিয়েছে, তা অন্য কারও ক্ষেত্রে ঘটেনি।
এমনিতে পাপারাজ্জিদের সঙ্গে তৈমুরের খুবই ভালো সম্পর্ক। তাদের সামনে রীতিমতো পোজ দিয়ে ছবি তোলে সে। আলোকচিত্রীদের জিজ্ঞেসও করে, ‘ভালো আছ? কী খেয়েছ?’ কিন্তু এই পাপারাজ্জিদের উপরই সম্প্রতি কিছুটা নারাজ হয়েছিলো ছোট নবাব।