![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/image-2--252841.jpg)
১ ঘণ্টার কম সময়ে ৪৬ পদ রান্না করে বিশ্বরেকর্ড!
এক ঘণ্টারও কম সময়ে ৪৬ রকমের পদ রান্না করে রেকর্ড গড়ল তামিলনাড়ুর এক মেয়ে। এসএন লক্ষ্মী সাই শ্রী নামের ওই মেয়ে ৫৮ মিনিটে ৪৬ রকমের পদ তৈরি করেছেন। এতে 'ইউনিকো বুক অব ওয়ার্ল্ড রেকর্ড' এ তার নাম উঠেছে বলে সংবাদ সংস্থা এএনআই ও আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, মায়ের কাছ থেকেই বিভিন্ন রকমের রান্না শিখেছেন লক্ষ্মী। এই মাইলফলক ছুঁতে পেরে আনন্দিত তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিশ্ব রেকর্ড
- ঝটপট রান্না