রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২টি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়াও উপাচার্যের মেয়ে-জামাতার নিয়োগ কেন বাতিল করা হবে না সে বিষয়ে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়াও ‘নিয়মবহির্ভুত’ভাবে বাড়ি দখলে রাখার জন্য উপাচার্যকে পাঁচ লাখ ৬১ হাজার ৬০০ টাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দিতে বলেছে মন্ত্রণালয়। উপ-উপাচার্যসহ চার শিক্ষককেও চিঠিতে কৈফিয়ত তলব করেছে মন্ত্রণালয়।
চিঠিগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষর করেছেন। গত ১০ ডিসেম্বর চিঠিগুলো ইস্যু করা হয়। চিঠিগুলো সোমবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে বলে জানা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.