হবিগঞ্জে খোয়াই নদে নারীর হাত-পা বাঁধা লাশ
হবিগঞ্জ শহরের কিবরিয়া সেতুর পাশে খোয়াই নদ থেকে আজ মঙ্গলবার দুপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মাথায় সিঁদুর ও হাতে শাঁখা পরা ছিল। এতে ধারণা করা হয় তিনি হিন্দুধর্মাবলম্বী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে হবিগঞ্জ শহরের কিবরিয়া সেতুর পাশে খোয়াই নদে এক নারীর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পরে পুলিশ লাশের সুরতহাল শেষে বেলা সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- খোয়াই নদী
- হাত পা বাধা