চালের গুঁড়ায় ত্বকের উজ্জ্বলতা ফিরবে মাত্র ৭ দিনেই
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:৪৫
শীতে ত্বকের রং কয়েক শেড পর্যন্ত কালো হয়ে যায়। এজন্য এসময় দরকার ত্বকের সঠিক যত্ন। কর্মব্যস্ততার কারণে অনেকেই হয়ত ত্বকের যত্ন নেয়ার বাড়তি সময় পান না। তবে ঘরে ফিরেই সামান্য কয়েক মিনিট ত্বকের পিছনে ব্যয় করলেই কিন্তু আপনি পাবেন জেল্লাদার কোমল ত্বক।
এজন্য প্রয়োজন হবে সামান্য চালের গুড়া। এই উপাদানটি প্রায় সবার বাড়িতেই থাকে। চালের গুঁড়া ত্বকের বিভিন্ন উপকারে কাজে লাগে। এতে থাকা ভিটামিন বি ত্বকে নতুন কোষ গজাতে সাহায্য করে। এছাড়াও চালে থাকা টাইরোসিনান নামের উপাদান ত্বকের মেলালিন উৎপাদনের হার কমিয়ে আনে যার ফলে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে।