এলেন, দেখলেন, জয় করলেন। শেষ পর্যন্ত শিরোপাও জিতে গেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মুর্তজার পথচলাটা পুরোপুরি এ রকম বলা যাবে। তবে শিরোপা জেতা না–জেতা পরের ব্যাপার। এখন পর্যন্ত যা করেছেন মাশরাফি, সেটিও-বা এসেই জয় করার চেয়ে কম কী!
অনেক চড়াই-উতরাইয়ের পর টুর্নামেন্টের মাঝপথে জেমকন খুলনা দলে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেই খুলনাকেই কাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে নিয়ে গেলেন মাশরাফি! মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানদের দলের হয়ে কাল সেমিফাইনালে সবচেয়ে বেশি আলো ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা। কীভাবে সম্ভব হলো হঠাৎ এসেই এভাবে ‘বক্স অফিস’ মাতানো গল্প লেখা? ম্যাচ শেষে মাশরাফি তা বলতে গিয়ে জানালেন ২০২০ সাল ক্রিকেটার মাশরাফির জন্য কতটা কঠিন ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.