
শীতও বাধা দিতে পারেনি সাইমনের শখকে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৩
তারকা মানেই লাইট ক্যামেরার ঝলকানি। তবে সে কারণে যে তাদের শখ থাকবে না তা কিন্তু নয়। আর এ কারণেই একেক তারকার শখ একেক ধরনের হয়। কারোর ছাদ বাগান করার শখ, আবার কারোর ভ্রমণ! এছাড়াও নানা তারকার নানান শখ। তেমনি মাছ ধরার শখ রয়েছে অভিনেতা সাইমন সাদিকের।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সাইমন সাদিকের ভালো লাগার একটি কাজ মাছ ধরা। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। তাকে প্রায়ই দেখা যায় সুযোগ হলে মাছ ধরতে নেমে যান তিনি কাদা-জল মেখে। কিশোরগঞ্জ সদরের কলাপাড়া এলাকার ছেলে সাইমন। বেড়ে উঠেছেন হাওর-বাঁওড় আর প্রকৃতির সান্নিধ্যে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতা
- মাছ ধরতে
- সায়মন সাদিক
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে