আর 'উত্তর' হারাতে চান না মমতা, সফর শুরু সোমবার থেকে
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘর গোছাতে এ বার উত্তরবঙ্গে পা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত নভেম্বরে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক সভা করে প্রাক-নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলেন তৃণমূলনেত্রী। জঙ্গলমহলের পাশাপাশি উত্তরবঙ্গেও গত লোকসভা নির্বাচনে তৃণমূলের দুর্গে থাবা বসিয়েছিল বিজেপি। সেই জমি পুনরুদ্ধার করতে সুপরিকল্পিত ভাবে ঘুঁটি সাজানো শুরু করেছে রাজ্যের শাসকদল।
পাহাড় ও তরাই-ডুয়ার্সে তৃণমূলের হাত শক্ত করে বিমল গুরুং শিবির বদল করেছেন। কয়েক দিন আগেই কুমারগ্রামের আদিবাসী বিজেপি নেতা লিওস কুজুরকে তৃণমূলে নিয়ে এসেছেন মলয় ঘটক। এই আবহেই এ বার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ি পৌঁছবেন তিনি। ১৫ তারিখ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নেতা-কর্মীদের নিয়ে যৌথ কর্মিসভা করবেন মমতা। মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই কর্মিসভার দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ তারিখ কোচবিহারে কর্মিসভা করবেন মমতা। রবীন্দ্রনাথ ঘোষকে এই কর্মিসভার দায়িত্ব দিয়েছেন মমতা।