![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/13/og/075923_bangladesh_pratidin_ma.jpg)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে স্বস্তিতে ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে স্বস্তিতে টিম ইন্ডিয়া। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। জোড়া শতরান করলেন ঋষভ পন্থ এবং হনুমা বিহারী। এছাড়া রান পেলেন শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়ালও। আর সেই কারণেই দিবারাতের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত।
প্রথম ইনিংসে ৮৬ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ চার উইকেটে ৩৮৬ রান। দুই ইনিংস মিলিয়ে লিড ৪৭২ রানের। বাকি আর একদিন। পরিস্থিতি যা তাতে এখান থেকে ম্যাচ কোনওভাবেই হারবেন না রাহানেরা।
প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছিল দু’দলের প্রথম ইনিংস। ভারতের ১৯৪ রানের জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া 'এ'।