কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মা সেতু আনবে নতুন বিনিয়োগ

সমকাল প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০০:১১

পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হওয়ার পর এর অর্থনৈতিক সুবিধার নানা দিক সামনে চলে আসছে। এই সেতু অর্থনীতিতে নতুন বিনিয়োগ আনবে। শিল্পায়নের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় কর্মসংস্থান বাড়বে। এ অঞ্চলের দারিদ্র্য কমবে। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা এমনটাই মনে করছেন।

গত বৃহস্পতিবার স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো শেষ হয়েছে। বাকি অবকাঠামো নির্মাণের পর আগামী বছরের শেষের দিকে এ সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সড়ক সেতুর পাশাপাশি কাজ চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের। রেল যোগাযোগ শুরু হলে বিনিয়োগ আরও চাঙ্গা হবে। বড় শিল্পোদ্যোক্তাদের অনেকেই পদ্মা সেতুকে কেন্দ্র করে বিনিয়োগ পরিকল্পনা করছেন। পদ্মার ওপারের বিভিন্ন জেলায় জমি কিনেছে কোনো কোনো শিল্পগোষ্ঠী। আবার অনেক প্রতিষ্ঠান জমি খুঁজছে। সরকারও সেতুকে কেন্দ্র করে গড়ে তুলছে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। এক কথায় বিনিয়োগবঞ্চিত পদ্মার ওপার এখন বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও