![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/e5f9e7fc4cbe17032cb5b69da7af64e4-5c1a137915eb8-2012110644.jpg)
চুল পড়া বন্ধ করুন শিকাকাই শ্যাম্পু দিয়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১২:৪৪
চুল পড়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তবে তা দিনে ৬০টি পর্যন্ত। এর থেকে বেশি চুল পরলে সেটা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালু ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং যত্নের অভাবেই এমনটা হয়ে থাকে।
এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। প্রাকৃতিক শ্যাম্পু হল শিকাকাই, যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা স্ক্যাল্পকে ভালো রাখে। চুল পড়া কমায়, সঙ্গে ফ্রিজি চুলকে ঠিক করে। খুশকি কমাতেও সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- চুল পড়া রোধ
- শ্যাম্পু
- চুল পড়া প্রতিরোধ