![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsatkhira-1-20201211112904.jpg)
জীবনযুদ্ধে উপকূলের হতদরিদ্ররা
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদে প্রতিনিয়ত জীবিকার জন্য যুদ্ধ করছে হতদরিদ্র মানুষ। নদী থেকে মাছ ও কাকড়া ধরে এবং ইটভাটায় কাজ করে চলে এসব হতদরিদ্র মানুষের সংসার।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুরা, রমজাননগর, কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নগুলো মূলত সুন্দরবন উপকূলীয় জনপদ। চুনকুড়ি নদীতে জাল ফেলে হরিণা চিংড়ি, বেলেসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরেন। গ্রামেগঞ্জে সেই মাছ বিক্রির টাকা দিয়েই চলে এসব মানুষের সংসার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উপকূলীয় অঞ্চল
- জীবন যুদ্ধ
- হতদরিদ্র