‘করোনা মহামারি নয়’ ঘোষণা দেওয়া এরা কারা?
রাজধানীর রাজারবাগের আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল। হাসপাতালের একদম সামনে ফ্লাইওভারের নীচে পিলারে বড় করে পোস্টার সাঁটানো। যাতে লেখা রয়েছে ‘সর্দি-কাশি-জ্বর নিয়ে আতঙ্ক, ভয় আর নয়, করোনাভাইরাস মহামারিও নয় এবং ছোঁয়াচেও নয়’। সেখানে আরও লেখা হয়েছে, ‘এ হাসপাতালে সুপরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়’।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বলছেন, এ ধরনের ঘোষণা যারা দেন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। স্বাস্থ্য অধিদফতর বলছে, তারা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।