গাইবান্ধায় নবগঠিত পলাশবাড়ী পৌরসভার নির্বাচন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি। কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি। বুধবার দুপুর থেকে উপজেলা পরিষদ হলরুম থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)সহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম।
পরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ভোটের সরঞ্জামাদি পৌর এলাকার ১৬টি কেন্দ্রে নেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল মোত্তালিব ঢাকাটাইমসকে জানান, পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে সকল ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.