নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আগে ভারতে এসেছিল বন্দুকবাজ
কিছু দিন ভারতে কাটিয়ে নিউ জিল্যান্ডে ফেরার পরেই ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালিয়েছিল ব্রেন্টন হ্যারিসন ট্যারন্ট। শুধু ভারত নয়, বলা যায়, বিশ্বভ্রমণে সে বেরিয়েছিল। দুনিয়া ঘুরে ব্রেন্টন ফিরে গিয়েছিল নিজের দেশে। তার পরেই নিউ জিল্যান্ডের ইতিহাসে নজিরবিহীন হিংসার ঘটনা ঘটিয়েছিল সে। মঙ্গলবার সেই হামলার বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে।
রিপোর্টে দাবি করা হয়, ব্রেন্টন ট্যারন্ট ভারতেই তিন মাস কাটিয়েছিল। কোথায় ছিল, কী করেছিল, তার এই সফরের সঙ্গে নাশকতার যোগ আছে কি না, এমন হাজারো প্রশ্ন রয়ে গিয়েছে। ২০১৯ সালে এই অস্ট্রেলীয় বংশোদ্ভূতের গুলিত ক্রাইস্টচার্চের দুই মসজিদে সবমিলিয়ে ৫১ নিরীহ মুসলিম প্রাণ হারান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভারত
- আসামী
- মসজিদে হামলা