You have reached your daily news limit

Please log in to continue


এপার ওপার একাকার

৩০ সেপ্টেম্বর ২০১৭। আজ থেকে তিন বছর দুই মাস আট দিন আগের এই তারিখ কেউ কেউ হয়তো সারা জীবন মনে রাখবে। কারণ পদ্মা সেতু। সেদিনই পদ্মা সেতুর প্রথম স্প্যান বা ইস্পাতের কাঠামোটি বসানো হয়। একে একে ৪০টি স্প্যান বসে গেছে। আর বাকি আছে একটি। দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুতে এসব স্প্যান বসছে ৪২টি পিয়ার বা খুঁটির ওপর। স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে চলবে যানবাহন। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত আর শরীয়তপুরের জাজিরা প্রান্তের মিলনের মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ২১ জেলা ঢাকার সঙ্গে সহজ যোগাযোগের আওতায় চলে আসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন