আমিরাতের ভাস্কর্যগুলো দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ
আমিরাতেও শত বছরের পুরোনো অনেক ভাস্কর্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আবদুল্লা আলী আলমউদি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আবদুল্লা আলী আলমউদি আরও বলেন, আমিরাতের ভাস্কর্যগুলো তাঁদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ; যা পরিবর্তনের কোনো বিষয় নেই।
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, একই বছর ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইউএই প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকেই আরব আমিরাতের অনেক ভূমিকা ছিল।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে