পুলিশের উপর হামলা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে উচ্ছেদ শুরু

ঢাকা টাইমস ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:০৬

রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি অবৈধ মার্কেট উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান শুরুতেই বাধার মুখে পড়ে। দুই ঘণ্টা বিলম্বে উচ্ছেদ শুরু করার পর ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ সিটির নগর ভবনের বিপরীতের তিনটি মার্কেটে এ ঘটনা ঘটে। এ দিন বেলা সাড়ে ১১টায় উচ্ছেদ শুরু হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের বাধামুখে তা শুরু হয় দুপুর ১টা ৪০ মিনিটে। শুরুতে নগর ভবনের বিপরীতের জাকির মার্কেটে উচ্ছেদ কার্যক্রম শুরু করলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে নগর কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও