কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনায় বিপাকে শাবির শেষ বর্ষের শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব মহালদার। স্নাতকের নির্ধারিত ক্রেডিটের সাত ক্রেডিট বাকি থাকায় তার সহপাঠীরা স্নাতক শেষ করে স্নাতকোত্তরে ভর্তি হলেও তিনি এখনো স্নাতকোত্তরে উঠতে পারেননি। এজন্য করোনাকালীন সময়ে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও স্নাতক শেষ বর্ষে এসে একইরকম সমস্যায় পড়তে যাচ্ছেন। শিক্ষার্থী অর্ণব মহালদার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই আমাকে টিউশনি করে চলতে হয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার মা মারা যান। পরে তৃতীয় বর্ষে থাকাকালীন আমার বাবা স্ট্রোক করেছিলেন। এই কঠিন সময়ে আমাকে পরিবার এবং নিজের পড়াশোনা সবই সামলাতে হচ্ছিল। তখন অতিরিক্ত মানসিক চাপ ও হতাশায় কিছু কোর্স ড্রপ পড়ে। শেষমেশ অনেক চেষ্টা করেও সাত ক্রেডিট উঠাতে পারিনি। ভাবছিলাম পরবর্তী সেমিস্টারে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে বাকি কোর্স তুলে নেবো। কিন্তু করোনার কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কবে খুলবে ক্যাম্পাস? কবে হবে পরীক্ষা? তার কিছুই জানি না। এর মাঝে বেশকিছু চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে। দিন যতই যাচ্ছে আমার মানসিক চাপ আরও বাড়ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন