পুরভোট নিয়ে সময় দশ দিন, রাজ্যের জবাব চাইল কোর্ট
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় কবে ভোট করা সম্ভব, তা ১০ দিনের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কোভিড পরিস্থিতির কারণে তাড়াতাড়ি ভোট করা সম্ভব না-হলে পুরসভার মাথায় স্বাধীন প্রশাসক বসাতে হবে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
রাজ্যের বেশ কিছু পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়ে গেলেও করোনা সংক্রমণের কারণে সেখানে ভোট হয়নি। সাধারণ ভাবে বিগত বোর্ডে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁদেরই প্রশাসক হিসেবে নিয়োগ করে পুরসভার দৈনন্দিন কাজ চালানো হচ্ছে। যেমন কলকাতার ক্ষেত্রে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন’ বা প্রশাসক মণ্ডলীর প্রধান করা হয়েছে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে। প্রশাসকমণ্ডলীতে রয়েছেন বিদায়ী ‘মেয়র-ইন-কাউন্সিল’-এর সদস্যরা।