![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/DDF1/production/_115671865_064537263-1.jpg)
ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনগান দিয়ে
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে "কৃত্রিম বুদ্ধিমত্তা" সম্পন্ন একটি উপগ্রহ নিয়ন্ত্রিত মেশিনগান ব্যবহার করে। রিভল্যুশনারি গার্ডের এক কমান্ডার এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭শে নভেম্বর তেহরানের কাছে আবসার্ড শহরে কনভয়ের মধ্যে মোহসেন ফখরিযাদেকে গুলি করে হত্যা করা হয়।
রোববার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি স্থানীয় গণমাধ্যমকে জানান, একটি পিকআপের ওপর লাগানো অস্ত্রটি শুধুমাত্র ফখরিযাদেকে টার্গেট করে একাধিক রাউন্ড গুলি চালায়।