![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F122e1200-c7b3-45d7-b82c-4e8dba40a6c8%252F1.jpg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
ভোররাতে শিক্ষক-শ্রমিকদের উঠিয়ে দিল পুলিশ, লাঠিপেটার অভিযোগ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক ও শ্রমিকদের উঠিয়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে তাঁদের উঠিয়ে দেওয়া হয়।
এ সময় ঘুমন্ত শিক্ষক ও শ্রমিকদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন মুন্সী বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। এর চেয়ে বেশি তথ্য তাঁর হাতে নেই।