You have reached your daily news limit

Please log in to continue


‘মমতাকে জেতান’, তিন বছর পর প্রকাশ্য সভায় বিমল গুরুং

রেল অবরোধের কারণে মালদহে আটকে পড়ার পর শেষ পর্যন্ত গাড়িতে শিলিগুড়ির সভাস্থলে রবিবার বিকেলে পৌঁছলেন বিমল। কথা ছিল, তিনি তিনটে থেকে বক্তব্য রাখবেন। কিন্তু বক্তব্য রাখা শুরু হল প্রায় সাড়ে চারটের সময়। নিজের ভাষায় বক্তৃতায় ছিল পুরনো ঝাঁঝ। গুরুং বললেন, ‘‘উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি আসন জেতানোই এখন আমাদের লক্ষ্য।’’ গোর্খাল্যান্ড আন্দোলনের স্মৃতি উস্কে রবিবার মানুষের ঢল নেমেছিল শিলিগুড়ির গাঁধী ময়দানে। সকাল থেকেই ভিড় করেছিলেন মোর্চা সমর্থকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা সত্ত্বেও মাঠ সারা দিনই ছিল ভিড়ে ঠাসা। গুরুংয়ের আসতে দেরি হলেও সমর্থকরা মাঠ ছাড়েননি। তিন বছর পর প্রকাশ্য সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখা গেল গোর্খা নেতাকে। রবিবার তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। বললেন, ‘‘কথা দিয়েও রাখেনি বিজেপি। এর জবাব দিতে হবে একুশের নির্বাচনে।’’ রবিবারের সভা়মঞ্চ থেকে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করেন গুরুং। শীঘ্রই দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিকে জনসভা করবেন বলে তিনি ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন