লাদাখ সঙ্ঘাতের সুযোগে অরুণাচল সীমান্তে ৩টি গ্রাম বানিয়ে ফেলেছে চিন!
পূর্ব লাদাখে ভারত-চিন সঙ্ঘাত এখনও মেটেনি। তার মধ্যেই এমন ছবি সামনে এল, যাতে অরুণাচল সীমান্তেও নয়াদিল্লি-বেজিং সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে শি চিনফিং সরকার। নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিষয়টির উপর নজর রয়েছে বলে সাউথ ব্লকের একাধিক সূত্রে খবর।
ভারত-চিন-ভুটান— এই তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা (গিরিপথ)। এই গিরিপথের জংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চিন। সম্প্রতি প্রকাশিত এমনই একটি রিপোর্টে যে উপগ্রহ চিত্র মিলেছে, তাতে এই ৩টি গ্রাম তৈরির ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলি ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে