দুই হার, এক ড্র-তিন ম্যাচের জয়শূন্যতায় আত্মবিশ্বাস তলানীতে। লুকা মদ্রিচকে-টনি ক্রুস-করিম বেনজেমাদের চোখে-মুখে মরিয়া ভাব ফুটে উঠলেও পারফরম্যান্সে তার ছাপ পড়ল না যথাযথ। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের একটি ভুল আশীবার্দ হয়ে এলো। সেভিয়ার মাঠ থেকে জয়ের হাসি নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।