![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffaridpu-safe-home-pic-1-20201205151813.jpg)
ফরিদপুরের সেফ হোম থেকে পালিয়ে যাওয়া ১ তরুণীর সন্ধান মিলেছে
ফরিদপুরে সেফ হোম থেকে পালিয়ে যাওয়া সাত তরুণীর মধ্যে একজনের সন্ধান পাওয়া গেছে। শনিবার (০৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে আসিয়া (১৪) নামের ওই তরুণীকে উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যর ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালিয়ে যায় সাত তরুণী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পলায়ন করা
- তরুণী আটক
- তরুণী উদ্ধার