অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জয় পেয়েছে ভারত। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ‘কনকাশন’ বদলি হিসেবে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নামানো নিয়ে।
নিয়ম মেনেই সবকিছু করেছে ভারত। ম্যাচ রেফারি ডেভিড বুনও ভারতের যুক্তি মেনে বদলি করতে দিয়েছেন। কিন্তু নিয়ম মানলেও ভারত নিয়মের ফাঁক কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছে বলে মনে করছেন অনেকেই। গতকাল ম্যাচের পরই ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, ‘আইনের ফাঁক খোঁজায় আমরা ওস্তাদ!’ এমনকি ‘কনকাশন’ বদলির বিষয়ে নতুন করে ভাবতে বলেছেন আইসিসিকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.