কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফুটবলে মাতৃত্বকালীন ছুটি চালু করল ফিফা

জাগো নিউজ ২৪ ফিফা সদর দপ্তর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১১:৫৯

নারী ফুটবলারদের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে ফিফা। শুক্রবার ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইন অনুমোদনের কথা জানায়।

ফিফা জানায়, এই আইনে নারী ফুটবলাররা ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এরমধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে বলে এনডিটিভি জানিয়েছে।

ফিফা জানায়, মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। এছাড়া এছাড়া চলমান চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবকে।

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো টুইটারে বলেন, খেলোয়াড়রা হলো ফুটবলের প্রধান নায়ক, তারা এই খেলার প্রধান অংশ। তাদের সফলতার মঞ্চ আমাদেরকেই প্রস্তুত করতে হবে। আর নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য আমাদের আরও বেশি স্থায়ী ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যখন তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন পড়বে, তা নিয়ে যেন তারা চিন্তিত না হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও