কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌমিত্রের গলায় 'আবোল তাবোল' মুক্তি পেল

কালের কণ্ঠ কলকাতা প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১১:২৮

এবার সুকুমার রায়ের লেখা 'আবোল তাবোল' এর কবিতাগুলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনার সুযোগ মিলবে। অডিও-ভিজুয়াল কনসেপ্টে এই প্রথম এভাবে 'আবোল তাবোল' উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। ভারতে মিউজিক ও পারফর্মিং আর্টসের ইউটিউব চ্যানেল প্রকাশের পর এবার মিনিস্ট্রি অব মিউজিকের এই নতুন ভাবনা। এটির ভাবনা ও ডিজাইন করেছেন শিলাদিত্য চৌধুরী। সুকুমার রায়ের লেখা ৫৩টি ছড়া দুই সিরিজে পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর প্রযোজনা করেছেন ইডেন রিয়ালিটি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড।

গত ১৪ নভেম্বর শিশু দিবসে চারটি সিরিজের মাধ্যমে মিউজিক অফ মিনিস্ট্রির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই আবোল তাবোল। এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পরিচালক ও সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়, ইডেন রিয়ালিটি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর বিশ্বদীপ গুপ্তা এবং শিলাদিত্য চৌধুরী নিজে। গোটা বিষয়টি ভাবনা ও পরিকল্পনায় 'মিনিস্ট্রি অফ মিউজিক' এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক শিলাদিত্য চৌধুরী। শিলাদিত্যের কথায়, 'আবোল তাবোল ছোটবেলায় মা-ঠাকুমার মুখে শুনেই তো আমরা বড় হয়েছি।' এবার সেই বিখ্যাত সব লাইন উঠে আসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও