নারায়ণগঞ্জে নৃত্যশিল্পী ‘ধর্ষণের শিকার’, একজন আটক
নারায়ণগঞ্জে দলবেঁধে ধর্ষণের শিকার এক তরুণী নৃত্যশিল্পীকে উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, ধর্মগঞ্জ ডালডা কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেছেন ওই তরুণী।
আটক ব্যক্তির নাম ফজলে রাব্বি (২৫) বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি। মামলার এজাহারে বলা হয়েছে, তরুণী একটি পোশাক কারখানায় কাজ করার পাশাপশি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। বৃহস্পতিবার রাতে মো. শরিফ নামে একজন নাচের শিক্ষকের আমন্ত্রণে ডালঢা কলোনিতে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে যান। সঙ্গে তার এক বান্ধবী ছিল। সেখানে রাব্বি ও কামরুল (২৩) নামে দুই ব্যক্তি কৌশলে তাকে একটি রুমে আটক করে ধর্ষণ করেন। তার বান্ধবী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধারসহ রাব্বিকে আটক করে। পুলিশ যাওয়ার আগেই কামরুল পালিয়ে যান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে