চাঁদের মাটি সংগ্রহে একটি কোম্পানিকে ১ ডলার দেবে নাসা, তাও তিন কিস্তিতে!

বণিক বার্তা নাসা, যুক্তরাস্ট্র প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ২০:০০

চাঁদ থেকে শিলাখণ্ডের ছোট একটি নমুনা সংগ্রহ করার দায়িত্ব পাওয়া একটি কোম্পানিকে মাত্র ১ ডলার দেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। কলোরাডোভিত্তিক ওই কোম্পানির সঙ্গে এভাবেই চুক্তি হয়েছে। শুধু তা-ই নয়, সেই টাকা দেয়া হবে তিন ধাপে!

অবশ্য চান্দ্র রেগলিথ বা চাঁদের মাটি সংগ্রহণের জন্য চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাসা। এর মধ্যে লুনার আউটপোস্ট একটি, যাদের বিনিময়ে ১ ডলার দেয়া কথা বলা হয়েছে চুক্তিতে। সব মিলিয়ে চারটি কোম্পানির সঙ্গে মোট ২৫ হাজার ১ ডলারে চুক্তি করেছে নাসা।

আর্টেমিস প্রোগ্রামের এই মাটি ব্যবহার করবে নাসা। ২০২৪ সালের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে চাঁদে পাঠানোর কর্মসূচি এই আর্টেমিস।

নাসা এই কর্মসূচিকে একটি বাণিজ্যিক রূপ দেয়ার চেষ্টা করছে। পৃথিবী গ্রহের বাইরের সম্পদ সংগ্রহ, বিক্রয় এবং ব্যবহারের জন্য একটি ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবেই এভাবে প্রতীকী চুক্তি করছে প্রভাবশালী এই মহাকাশ গবেষণা সংস্থাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও