স্ট্রোকে মারা গেছেন বলে প্রচার, জানাজার পূর্বে গলায় মিলল দাগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তার শ্বশুরবাড়ির পরিবার দাবি করে- বৃহস্পতিবার রাতে তাসলিমা স্ট্রোক করে মারা গেছেন। তবে জানাজার কিছু সময় পূর্বে তাসলিমার গলায় দাগ দেখতে পায় তার বাবার বাড়ির লোকেরা। এ অবস্থায় শুক্রবার স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের আবদুস সালামের মেয়ে তাসলিমার সঙ্গে অন্তত সাত বছর পূর্বে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল (চকপাড়া) গ্রামের অলুম উদ্দিনের ছেলে সোহেল মিয়ার (৩০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে তাসলিমার বাবার বাড়িতে খবর পাঠানো হয় তিনি (তাসলিমা) খুব অসুস্থ। দ্রুত পরিবারের লোকজন না গেলে জীবিত অবস্থায় দেখতে পাবে না। ওই অবস্থায় রাতেই পারিবারের লোকজন মেয়ের বাড়িতে যায়। ততক্ষণে তাসলিমা মারা গেছেন বলে জানা যায়। এলাকায় প্রচার চালানো হয় স্ট্রোক করে মারা গেছেন তাসলিমা। এর মধ্যে শুক্রবার সকাল ১১টায় জানাজার সময় নির্ধারণ করে সকল প্রস্তুতি শুরু করা হয়। কবর খুঁড়ে, বাঁশ কেটে সব সম্পন্ন করা হয়। কিন্তু ১০টার দিকে তাসলিমার মরদেহ গোসল করানোর সময় চাচী বেদেনা খাতুন দেখতে পান তাসলিমার গলায় দাগের চিহ্ন। ওই সময় তাসলিমার বাবার বাড়ির লোকেরা দাগ দেখে ফেলায় লাশ রেখে সরে পরেন শ্বাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা। ঘটনার খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.