কুমিরের বাচ্চা হচ্ছে না করমজলে
‘বয়স বেশি হওয়ায়’ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমিরের ডিম থেকে নতুন বাচ্চা ফুটছে না। এছাড়া প্রজনন কেন্দ্রে দর্শণার্থী সমাগমও প্রজননের অন্তরায় বলে বনবিভাগের ভাষ্য।এবার বনবিভাগ এখানে প্রজনন সক্ষম নতুন কুমির আনার পরিকল্পনার কথা জানিয়েছে। গত তিন বছর ধরে এখানে থাকা দুটি নারী কুমিরের ডিম থেকে এবছরই মাত্র চারটি বাচ্চা জন্ম নিয়েছে।