ভারত-বাংলাদেশ স্থল ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তার প্রথম বেনাপোল বন্দর সফর।
ব্যবসায়ীরা মনে করছেন এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় হাই কমিশনার তার সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌঁছালে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথমে বেনাপোল কাস্টম হাউজে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন ও বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে মত বিনিময় করেন হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.