You have reached your daily news limit

Please log in to continue


ডোপ টেস্টে রাজশাহীর চার পুলিশ সদস্যের মাদকাসক্তের প্রমাণ মিলেছে

রাজশাহী জেলা পুলিশের চার সদস্যের ডোপ টেস্টে মাদকাসক্ত হওয়ার প্রমাণ মিলেছে। এই চারজনই রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কনস্টেবল। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন। মাসুদ হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, আগের পুলিশ সুপার থাকাকালে গত সেপ্টেম্বরে রাজশাহী জেলা পুলিশে সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়। তখন সন্দেহভাজন সাত সদস্যকে ডোপ টেস্ট করার পর চারজনের মাদকাসক্ত থাকার প্রমাণ মেলে। ডোপ টেস্টে মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাময়িক বরখাস্তসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। গত রোববার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের আরও আট পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। কয়েক দিনের মধ্যে সেসব ফলাফলও ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাবে বলে তিনি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন