গাড়ি চোর চক্রের সাত সদস্য গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। বুধবার সকালে ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার দুর্গাপুর এলাকার রায়হান (২০), ইমাম হোসেন (২০),কিসমত করিমপুর এলাকার সাইফুল ইসলাম সজল (২০),তাওহিদুর রহমান নিরব (২৩), মোরশেদ (২২),ফিরোজ উদ্দিন (২১) ও উত্তর হাজীপুর গ্রামের লিমন (২৩)।