ভুয়া সনদে চিকিৎসক: ১২ শিক্ষার্থী ও বিএমঅ্যান্ডডিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বণিক বার্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৯:০০

চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসক হিসেবে নিবন্ধন নিয়েছেন বাংলাদেশের ১২ শিক্ষার্থী। দীর্ঘ অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় সেই ১২ শিক্ষার্থী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) দুই কর্মকতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১২ শিক্ষার্থী চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থেকে এমবিবিএস পাসের ভুয়া সনদ ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) চিকিত্সক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধিত চিকিত্সক হিসেবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ইন্টার্ন হিসেবে বিভিন্ন হাসপাতালেও নিয়োজিত হন। কিন্তু রেকর্ডপত্র যাচাইকালে, তাদের এমবিবিএস সার্টিফিকেটগুলো ভুয়া প্রমাণিত হয়। তাদের এমবিবিএস সনদের সঠিকতা যাচাই করতে সনদপত্রগুলোর ছায়ালিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। চীনের বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেসব সনদ যাচাই করে গত বছরের ২১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকে প্রতিবেদন পাঠায়। সেসব রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় সেই ১২ শিক্ষার্থীর এমবিবিএস সনদ ভুয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও