ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে বুধবার টি-টোয়েন্টির র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে থাকা মালানের রেটিং পয়েন্ট ৯১৫! এই সংস্করণে ৯০০ রেটিং পয়েন্ট পার করা প্রথম ব্যাটসম্যান তিনি।
এতদিন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ব্যাটসম্যান ছিলেন অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালের জুলাইয়ে ঠিক ৯০০ রেটিং পয়েন্ট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দারুণ একটি সিরিজ কাটিয়েছেন মালান। তিন ম্যাচ সিরিজের শেষ দুটিতে করেন দুটি ফিফটি। সিরিজের সর্বোচ্চ ১৭৩ রান করে পেয়েছেন সেরার পুরষ্কারও।
গত সেপ্টেম্বরে বাবর আজমকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন মালান। এখন দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়কের চেয়ে ৪৪ পয়েন্ট এগিয়ে তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.