কক্সবাজার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দখলের অভিযোগ
পর্যটন শহর কক্সবাজারের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা দাবি করে নিয়োগ বাণিজ্যসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।বুধবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, '২০১৩ সালের পর থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুনামের সাথে পরিচালিত হলেও সাত বছর পর নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিশ্ববিদ্যালয় দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.