![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202012/546105_156.jpg)
ব্রিটেনের নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত
ব্রিটিশ পুলিশের নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দিয়েছে। পুলিশ ইউনিফর্মের অংশ হিসাবে হিজাব পরিহিতা প্রথম মুসলিম নারী উজমা আমিরেড্ডি। দু’জন পুলিশ কর্মকর্তা নতুন করে পুলিশের উপযোগী হিজাবের নকশা করেন।
২০১৯ সালে সর্বপ্রথম ব্রিটিশ হিজাবধারী মুসলিম নারী পুলিশ উজমা আমিরেড্ডি আরেক পুলিশ কর্মকর্তা আরফান রাউফ-এর সাথে নতুন এই হিজাবের ডিজাইন করেন। উজমা বলেন, হিজাব আমাকে মুসলিম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে পূর্ণাঙ্গতা দিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পুলিশ
- হিজাব
- ইউনিফর্ম